শিরোনাম
২৬ নভেম্বর, ২০২২ ১৩:১৭
আর্জেন্টিনাকে হারানোয়

আসলেই কী রোলস রয়েস পাচ্ছে সৌদি ফুটবলাররা নাকি গুজব?

অনলাইন ডেস্ক

আসলেই কী রোলস রয়েস পাচ্ছে সৌদি ফুটবলাররা নাকি গুজব?

ছবি ডেইলি মেইলের।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ে গত ২৩ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করছিলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। এবার যাদের হাত ধরে এই ইতিহাসগড়া জয় তাদের প্রত্যেককে রোলস রয়েস গাড়ি উপহার দেওয়া হবে বলে এক রিপোর্টে জানিয়েছিল ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। তবে আরব নিউজে প্রকাশিত এক রিপোর্টে একে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

আরব নিউজ সৌদির জাতীয় দলের নাম না প্রকাশ করা ফুটবলারদের বরাতে জানিয়েছে, ‘এই খবর ভিত্তিহীন।’ সালেহ আল শেহরি নামের এক ফুটবলার বলেছেন, ‘আমরা এখানে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি এবং সেরাটা দেওয়ার চেষ্টা করছি। এটাই আমাদের বড় অর্জন।’

ডেইলি মেইল অবশ্য জানিয়েছিল, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ জাতীয় দলের প্রতি খেলোয়াড়কে রোলস-রয়েস ফ্যান্টম দিয়ে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। কাতার থেকে সৌদিতে ফিরলেই দলের প্রতিটি ফুটবলারকে একটি করে রোলস রয়েস ফ্যান্টম উপহার দেবেন তিনি। বাংলাদেশি মুদ্রায় এই গাড়ির দাম ১৭ কোটি থেকে ২০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। 

তবে রাষ্ট্রীয়ভাবে সৌদি আরবের রাজপরিবার বা দেশটির অন্য কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবারের ম্যাচে ৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন মেসি। তবে দ্বিতীয়ার্ধ্বে ৪৭ ও ৫২ মিনিটে গোল করে এগিয়ে যায় সৌদি। এরপর বহু চেষ্টাতেও আর সমতা ফেরাতে পারেনি আর্জেন্টিনা। এদিকে ১৯৯৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনও ম্যাচে জিতল সৌদি আরব। এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপে অংশগ্রহণ করা সৌদি এর আগে মোট দুটি ম্যাচ জিতেছিল ফুটবলের সর্বোচ্চ মঞ্চে। সেই দুটি ম্যাচই ছিল ১৯৯৪ সালে। সেবার প্রি-কোয়ার্টার খেলেছিল তারা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর