২৮ নভেম্বর, ২০২২ ০৩:৪৬

নেইমারের মন খারাপ, মাঠে ফিরছেন কবে?

অনলাইন ডেস্ক

নেইমারের মন খারাপ, মাঠে ফিরছেন কবে?

ব্রাজিল ভক্তদের অনেকেই নেইমারের মাঠে ফেরার দিন গুনছেন। সেলেসাওদের কোচ তিতেরও হয়তো একই দশা। 

সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ডান পায়ের গোড়ালির চোটের কারণে ম্যাচের ৮০ মিনিটে মাঠ ছাড়েন নেইমার। তারপর শোনা গিয়েছিল গ্রুপ পর্বে আর নেইমারের খেলা হচ্ছে না।

ব্রাজিলের পরবর্তী ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে আগামীকাল সোমবার। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ব্রাজিল ডিফেন্ডার মার্কিনিওস জানালেন, ঠিক কবে নেইমার মাঠে ফিরতে পারবেন সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি বলেন ‘আমরা জানি না নেইমার কবে মাঠে ফিরতে পারবে, তবে আশা করছি খুব দ্রুতই ফিরতে পারবে। চোটে পড়ার সময়টা নেইমারের জন্য খুবই কঠিন ছিল। ম্যাচ শেষে ওর মন খারাপ ছিল, আমার কাছে মনে হয় এটা স্বাভাবিক। কারণ, বিশ্বকাপ নিয়ে ওর অনেক স্বপ্ন ছিল।’

মার্কিনিওস আরও জানালেন ‘পরীক্ষা ও চিকিৎসা শেষ করার পর, নেইমারের এখন ২৪ ঘণ্টাই ফিজিওথেরাপি নিতে হচ্ছে। এটাই প্রমাণ করে সে মাঠে ফিরতে কতটা মরিয়া।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর