২৮ নভেম্বর, ২০২২ ১৩:৫৭

রোনালদো পর্তুগালের নন, মেসিও আর্জেন্টিনার নন!

অনলাইন ডেস্ক

রোনালদো পর্তুগালের নন, মেসিও আর্জেন্টিনার নন!

কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে নেইমার-রিচার্লিসন-ভিনিসিয়াস-রাফিনহারা খেলেছেন দুরন্ত ফুটবল। আজ কাতারের রাজধানী দোহার ৯৭৪ নামক স্টেডিয়ামে জি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। জিতলেই নকআউট পর্ব প্রায় নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের।

ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ম্যাচের ঠিক আগে সংবাদ সম্মেলনে এসে ব্রাজিল ডিফেন্ডার মারকুইনিয়ো মুখোমুখি হলেন মেসি-রোনালদো বিষয়ক ‘অপ্রাসঙ্গিক’ প্রশ্নের। তবে পিএসজি ডিফেন্ডার মোটেও তাতে অখুশি হননি।

মেসির পিএসজি সতীর্থ জবাবে বললেন, ‘আমার মনে হয়, এই দুই খেলোয়াড়, লিওনেল মেসি আর্জেন্টাইন নন, ক্রিস্টিয়ানোও পর্তুগিজ নন। তারা সে সীমারেখা পার করে ফেলেছে।’

মেসি-রোনালদোর স্তুতি এখানেই শেষ করলেন না মারকুইনিয়ো। বললেন, ‘তারা ফুটবলের জন্যই বড় সম্পদ। যারা খেলাটাকে ভালোবাসে, এর বিভিন্ন টুর্নামেন্ট, প্রতিযোগিতা পছন্দ করেন, তাদের জন্য এই দুইজন বড় সম্পদ। তারা শুধুই তাদের দেশের নন।’

আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে পিএসজিতে একই দলে খেলছেন মারকুইনিয়ো। তার সঙ্গে খেলে কেমন বোধ করেন তিনি? এমন প্রশ্নের উত্তরে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার জানান, ‘আমরা তাদের উপস্থিতি উপভোগ করি, তাদের খেলা দেখতেও ভালো লাগে। আমি নেইমারের সঙ্গে, মেসির সঙ্গে খেলেছি, তাদের উপস্থিতি আমাকে বেশ উপকৃত করেছে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর