২৮ নভেম্বর, ২০২২ ১৪:২২

প্রথম জয়ের খোঁজে সার্বিয়া-ক্যামেরুন

অনলাইন ডেস্ক

প্রথম জয়ের খোঁজে সার্বিয়া-ক্যামেরুন

কাতার বিশ্বকাপে সোমবার (২৮ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ক্যামেরুন ও সার্বিয়া। ‘জি’ গ্রুপের এই দুটি দল এক ম্যাচ শেষে কোনও পয়েন্ট উদ্ধার করতে পারেনি। ক্যামেরুন হেরেছে সুইজারল্যান্ডের কাছে, আর ব্রাজিলের কাছে পরাজিত সার্বিয়া। নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় ভিন্ন অন্য কোনও ফল হলে ব্রাজিল বনাম সুইজারল্যান্ডের লড়াই শেষে বিদায় নিতে হবে যে কোনও একটি দলকে।

আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হচ্ছে ক্যামেরুন ও সার্বিয়া। 

ক্যামেরুন ও সার্বিয়ার গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান..

* সার্বিয়া তাদের শেষ ১১ বিশ্বকাপ ম্যাচের ৯টি হেরেছে। শেষবার তারা জিতেছিল ২০১৮ সালে কোস্টারিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে, ১-০ গোলে।

*১৯৯০ সালের কোয়ার্টার ফাইনালের পর থেকে ক্যামেরুন কখনো বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে পারেনি। সবশেষ ম্যাচ জয় ২০০২ সালে। ২০১০ ও ২০১৪ সালে গ্রুপের সব ম্যাচ হেরেছিল তারা, গতবার আফ্রিকান দেশটি বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি।

*সার্বিয়া তাদের শেষ তিনটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়, ২০০৬ (সার্বিয়া-মন্টেনিগ্রো নামে), ২০১০ ও ২০১৪-এর আসরে।

*স্বাধীনতা লাভের পর প্রথমবার নকআউট রাউন্ডে ওঠার মিশনে সার্বিয়া। শেষবার তারা দ্বিতীয় রাউন্ডে উঠেছিল ১৯৯৮ সালে, যুগোস্লাভিয়ার অন্তর্ভুক্ত থেকে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর