২ ডিসেম্বর, ২০২২ ১৩:৩৫

নতুন ইতিহাস, বল এত কম পজেশন রেখে বিশ্বকাপে আগে জেতেনি কোনও দল!

অনলাইন ডেস্ক

নতুন ইতিহাস, বল এত কম পজেশন রেখে বিশ্বকাপে আগে জেতেনি কোনও দল!

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপে ইতিহাস তৈরি করল এশিয়ার দেশ জাপান। স্পেনের বিপক্ষে যে পজেশন রেখে জাপান জিতেছে, তা বিশ্বকাপের ইতিহাসে কখনও হয়নি। কত পজেশন ছিল জাপানের, আসুন জেনে নেওয়া যাক।

পরিসংখ্যান অনুযায়ী, ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘ই’ ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে জাপান। যে ম্যাচে জাপানের বল পজেশন ছিল ১৭.৭ শতাংশ। এর ফলে বিশ্বকাপের ইতিহাসে নতুন নজির তৈরি করেছে জাপান। বল এত কম পজেশন রেখে এই প্রথম কোনও দল ফুটবল বিশ্বকাপের ম্যাচ জিতল।

বল পজেশন কম থাকলেও স্পেনকে রীতিমতো ‘প্রেস’ করেছে। বিশেষত দ্বিতীয়ার্ধের ছয়-সাত মিনিটে এতটাই ‘প্রেস’ করেছে যে দুটি গোল তুলে নিয়েছেন জাপানি ফুটবলাররা। অর্থাৎ বল পজেশন কম বলেই আক্রমণে যায়নি, সেরকম হয়নি। যখন আক্রমণে উঠেছে, তখন ঝাঁপিয়ে পড়েছে।

এবার বিশ্বকে চমকে দিয়েছে জাপান। প্রথম ম্যাচেই হারিয়ে দিয়েছিল জার্মানিকে। ১-০ গোলে পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল এশিয়ার দেশ। দ্বিতীয় ম্যাচে ছড়ি ঘোরালেও কোস্টারিকার বিরুদ্ধে ১-০ গোলে হেরে গিয়েছিল জাপান। তারপর গ্রুপের শেষ ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। যে স্পেন কোস্টারিকার জালে সাতবার বল ঢুকিয়েছিল।

স্পেনের বিপক্ষে জাপানের জয়ের ফলে গ্রুপ ‘ই’-তে শীর্ষস্থান দখল করেছে জাপান। তিন ম্যাচে জাপানের ঝুলিতে আছে ছয় পয়েন্ট। গ্রুপ ‘ই’-তে শীর্ষস্থান দখল করার ফলে ‘রাউন্ড অব ১৬’-তে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে জাপান। যে দল ২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপের নক-আউটে উঠেছে। সূত্র: গোল ডটকম, স্পোর্টস্টার

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর