২ ডিসেম্বর, ২০২২ ১৪:১৬

এমন ম্যাচসেরা হয়ে কী হবে!

অনলাইন ডেস্ক

এমন ম্যাচসেরা হয়ে কী হবে!

জার্মানি-কোস্টারিকা ম্যাচের গতি পরিবর্তন করে দিয়েছিলেন বদলি হিসেবে নাসা কাই হ্যাভার্টজ। করেছেন জোড়া গোল, হয়ে গেছেন ম্যাচসেরাও। কিন্তু ম্যাচসেরা হয়ে কী হবে? দলই যদি বিশ্বকাপ থেকে ঝরে যায়! হ্যাভার্টজ তাই এমন অর্জন করেও সুখীদের দলে নাম লেখাতে পারেননি। সেরার পুরস্কারটা নেওয়ার সময় তার অভিব্যক্তি দেখেই বলে দেওয়া যাচ্ছিল বৈকি!

হ্যাভার্টজ মাঠে নামেন ম্যাচের ৬৭ মিনিটে, দুই দল যখন ১-১ সমতায়। এসেই দলকে দেখেছেন আরও এক গোল হজম করে পিছিয়ে পড়তে। চেলসির এই ফরোয়ার্ড এরপরই জ্বলে উঠেন। গোল হজম করে পিছিয়ে পড়ার তিন মিনিটের ভেতর করেন সমতাসূচক গোলটা।

৮৫ মিনিটে করেন আরও এক গোল, যা জার্মানিকে এনে দিয়েছে ৩-২ গোলের লিড। পরে নিকলাস ফুলক্রুগের লক্ষ্যভেদে জার্মানি ম্যাচটা শেষ করেছে ৪-২ ব্যবধান নিয়ে। তবে তাতেও কাজের কাজ হয়নি। জাপানের কাছে স্পেন ২-১ গোলে হেরে বসায় জার্মানদের বিদায় নিতে হয়েছে ৪ পয়েন্ট নিয়ে।

তবে তাতে হ্যাভার্টজের কীর্তিটা ম্লান হয়ে যায়নি একটুও। জোড়া গোল করে জার্মানিকে ম্যাচটা জেতানোয় ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে তার হাতে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর