২ ডিসেম্বর, ২০২২ ১৬:২৭

যে কারণে ক্যামেরুনকে অন্তত ৩-০ গোলে হারাতে পারে ব্রাজিল

অনলাইন ডেস্ক

যে কারণে ক্যামেরুনকে অন্তত ৩-০ গোলে হারাতে পারে ব্রাজিল

লুসাইল স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। যদিও এই ম্যাচ নিয়ে সেলেসাও শিবিরে খুব একটা হুল্লোড় নেই। কারণ প্রথম দুটি ম্যাচ জিতে আগেই শেষ ষোলো পা রেখেছে ব্রাজিল। 

বিপরীতে ক্যামেরুনের শেষ ষোলো এখনো অনিশ্চিত। আফ্রিকার দলটির বাঁচা-মরার লড়াই। ব্রাজিলের বিপক্ষে জয়ের পাশাপাশি সুইজারল্যান্ড-সার্বিয়া ম্যাচেও চোখ রাখতে হবে।

তবে পরিসংখ্যান ব্রাজিলকেই এগিয়ে রাখছে। বিশ্বকাপে এর আগে দুই বারের দেখায় ব্রাজিল জিতেছে শতভাগ। ১৯৯৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম ক্যামেরুনের মুখোমুখি হয়ে ৩-০ গোলে জিতেছিল ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপে আবারও গ্রুপ পর্বে ক্যামেরুনের মুখোমুখি হয় ব্রাজিল। নেইমারের জোড়া গোল ও ফ্রেদ, ফার্নান্দিনহোর গোলে সে ম্যাচে ৪-১ ব্যবধানের জয় পেয়েছিল ব্রাজিল।

বিশ্বকাপের বাইরে আরও চারবার ক্যামেরুনের মুখোমুখি হয়েছে ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে মোট ছয়বারের দেখায় একবারই হেরেছে ব্রাজিল।

আর আফ্রিকার দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে প্রতিবারই জয় পেয়েছে ব্রাজিল। ৭টি আলাদা বিশ্বকাপে ৭ ম্যাচই জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মধ্যে ক্যামেরুন হেরেছে সর্বোচ্চ দুইবার। ক্যামেরুন একাই হজম করেছে ৭ গোল। আর সবমিলিয়ে আফ্রিকার দলগুলোর জালে ২০ গোলের বিপরীতে ব্রাজিল হজম করেছে মাত্র ২ গোল।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর