৩ ডিসেম্বর, ২০২২ ১৪:২২

‘সৌদির বিপক্ষে হেরেই তেতে ওঠে আর্জেন্টিনা’

অনলাইন ডেস্ক

‘সৌদির বিপক্ষে হেরেই তেতে ওঠে আর্জেন্টিনা’

সৌদি আরবের বিপক্ষে হেরে থেমেছিল আর্জেন্টিনার ৩৬ ম্যাচের অপরাজেয় যাত্রা। আর সেই হারই শাপে বর হয়েছে বলে মনে করেন দলটির মিডফিল্ডার রদ্রিগো দে পল। তার মতে সেই হারটা ছিল ইতিবাচক।   

সংবাদ সম্মেলনে রদ্রিগো বললেন, সৌদি আরবের বিপক্ষে হার এক দিক থেকে তাদের জন্য ভালোই হয়েছে। জেগে উঠে তারা এখন প্রস্তুত যেকোনো পরিস্থিতির জন্যই।

তার মতে ‘এটা (সৌদি আরবের বিপক্ষে হার) অত্যন্ত ইতিবাচক ছিল। এমন একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যেটায় আমরা অভ্যস্ত ছিলাম না। লম্বা একটা সময় ধরে আমরা হারিনি। আমরা নিজেদের দৃঢ়তা দেখিয়েছি, আমরা কেমন দল সেটাও দেখিয়েছি। নিজেদের ভেতর থেকে আমরা জেগে উঠেছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে প্রথমবার খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য জয় বেশি লাতিন আমেরিকার চ্যাম্পিয়নদেরই। ৭ ম্যাচের পাঁচটি জিতেছে তারা, একটি জয় অস্ট্রেলিয়ার, আরেকটি ড্র।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর