৬ ডিসেম্বর, ২০২২ ০৯:২৫

রোনালদোকে নিয়ে ‘বিশেষ’ পরিকল্পনা; সতর্ক সুইস কোচ

অনলাইন ডেস্ক

রোনালদোকে নিয়ে ‘বিশেষ’ পরিকল্পনা; সতর্ক সুইস কোচ

ক্রিশ্চিয়ানো রোনালদো

কাতার বিশ্বকাপে আজ শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড-পর্তুগাল। দুই দলই জয় পেতে মরিয়া। পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশেষ পরিকল্পনা করছেন সুইস কোচ মুরাত ইয়াকিন। 

পর্তুগাল-সুইজারল্যান্ড ফুটবলীয় লড়াইয়ে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১১ বার জয় পেয়েছে সুইজারল্যান্ড। ৯ বার জয় পেয়েছে পর্তুগিজরা। ৫ বার ড্র হয়েছে। দুই দল শেষবার মুখোমুখি হয়েছে গত জুনে। উয়েফা নেশন্স লিগের সেই লড়াইয়ে ১-০ গোলে জয় পেয়েছে সুইজারল্যান্ড। সেই ম্যাচে সুইসদের পক্ষে গোলটা করেন হারিস সেফেরোভিচ। পরিসংখ্যান দিয়ে অবশ্য আজকের ম্যাচের ফেভারিট নির্ধারণ করা কঠিন। কারণ, এই ম্যাচে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকা। 

গতকাল সুইস কোচ মুরাত ইয়াকিন যেমনটা বলে গেলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো অনেক বড় মাপের ফুটবলার। তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। তবে পর্তুগাল মানেই কেবল রোনালদো নন। একটা দল হিসেবে তারা অনেক শক্তিশালী।’

পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস সুইজারল্যান্ড সম্পর্কে ভালোই ধারণা রাখেন। অভিজ্ঞ এই কোচের মতে, সুইসরা ম্যাচের যে কোনো মুহূর্তে ভয়ংকর হয়ে উঠতে পারে। তারা যেমন ডিফেন্সে ভালো তেমনি আক্রমণেও। তাছাড়া জেরডেন শাকিরি, হারিস সেফেরোভিচ আর গ্র্যানিট জাকাদের মতো ফুটবল তারকা আছে সুইজারল্যান্ড দলে। এদের কথাও মনে রাখছেন পর্তুগিজ কোচ।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর