৭ ডিসেম্বর, ২০২২ ০৩:১২

কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক রামোসের

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক রামোসের

গন্সালো রামোস।

কাতার বিশ্বকাপে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে নামে পর্তুগাল ও সুইজারল্যান্ড।

মাঠের লড়াইয়ে সুইজারল‌্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল। ২১ বছর বয়সী অভিষিক্ত রামোসের হ‌্যাটট্রিকে অতি সহজেই শেষ আটে পা রেখেছে পর্তুগাল। রামোসোর হ‌্যাটট্রিক বাদে একটি করে গোল করেছেন পেপে,  রাফায়েল জুরেরিও ও রাফায়েল লিও। 

কাতার বিশ্বকাপের কোওন হ্যাটট্রিকের দেখা পাওয়া যাচ্ছিল না। অবশেষে দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের দেখা পেল সবাই পর্তুগিজের গন্সালো রামোসের কল্যাণে।

সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েই কীভাবে জ্বলে উঠতে হয় তা দেখালেন রামোস। এই বেনফিকা ফুটবলারকে ইতোমধ্যেই বড় ক্লাবগুলো নজরে রেখেছে। প্রথমার্ধের ১৭ মিনিট ও দ্বিতীয়ার্ধের ৫১ ও ৬৭ মিনিটে গোল করে জাতীয় দলের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক পূরণ করেন তিনি। 

শুরুর একাদশে ছিলেন না রোনালদো। তাকে ছাড়া পর্তুগালের জিততে একটুও বেগ পেতে হয়নি। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর