৮ ডিসেম্বর, ২০২২ ১৩:২৮

ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় মাইলফলকের সামনে নেইমার

অনলাইন ডেস্ক

ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় মাইলফলকের সামনে নেইমার

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে আগামীকাল শুক্রবার মুখোমুখি হচ্ছে নান্দনিক ফুটবলের দেশ ব্রাজিল ও গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। 

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। এটি হবে ব্রাজিলের সঙ্গে ক্রোয়েশিয়ার পঞ্চম দেখা। আর বিশ্বকাপ মঞ্চে এটি দুই দেশের তৃতীয় লড়াই।

এই ম্যাচে ব্রাজিলের অন্যতম প্রধান তারকা নেইমারের সামনে রয়েছে একটি বড় মাইলফলক অর্জনের সুযোগ। একটি মাত্র গোল করতে পারলেই দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা পেলেকে স্পর্শ করবেন তিনি। আর দুটি গোল করলে ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক হবেন নেইমার।

এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা পেলে। তার গোল সংখ্যা ৭৭। মাত্র ৯১ ম্যাচে এই গোল করেছেন তিনি।

অন্যদিকে, নেইমারের ঝুলিতে রয়েছে ৭৬ গোল। তিনি এই গোল করেছেন ১২৩ ম্যাচে। সূত্র: স্পোর্টিংনিউজ

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর