৮ ডিসেম্বর, ২০২২ ২১:০২

যেভাবে কাতার বিশ্বকাপ জিতল ফিলিস্তিন!

অনলাইন ডেস্ক

যেভাবে কাতার বিশ্বকাপ জিতল ফিলিস্তিন!

ফিফা বিশ্বকাপ এখন শেষ আট মানে কোয়ার্টার ফাইনাল মাঠে গড়ানোর অপেক্ষায়। আরও সাতটি খেলা শেষে জানা যাবে এই বিশ্বকাপের শিরোপা জয়ীর নাম। 

তবে সেই সাত ম্যাচের আগেই একটা দল শিরোপা জিতে গেছে। আর সেই দলটার নাম ফিলিস্তিন। বিশ্বকাপে খেলা ৩২ দলের মাঝে নেই, তবুও কী করে শিরোপা জিতল ফিলিস্তিন সেই প্রশ্ন আপনি করতেই পারেন।

তবে এবারের বিশ্বকাপে বড় দল হিসেবেই খেলেছে ফিলিস্তিন। ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে তাদের সেই লড়াই মাঠেও গড়িয়েছে প্রায় সব ম্যাচে। আর সেই ম্যাচগুলোতে তারাই জয়ী হয়েছে।

সেই হিসেবে বলা যায় কাতার বিশ্বকাপে ৩৩ তম দল হিসেবেই খেলেছে ফিলিস্তিন। বিশ্বকাপকে তারা বানিয়েছে প্রতিবাদের মঞ্চ। 

পতাকা, আর্মব্যান্ড, ব্রেসলেট ও ফ্রি প্যালেস্টাইন স্লোগান-এসবই ছিল ফিলিস্তিনিদের খেলার মূলমন্ত্র। যেখানে তারা সুযোগ পেয়েছে, যেভাবে তারা সুযোগ পেয়েছে; প্রতিবাদ জানানোর সেই চেষ্টাটা তারা করে গেছে এবং যাচ্ছে।

তাদের এই আন্দোলনে আর প্রতিবাদে সরাসরি যোগ দিয়েছে তিউনিসিয়া ও মরক্কো ফুটবল দল। 

২৬ নভেম্বর তিউনিসিয়া-অস্ট্রেলিয়া এবং মরক্কো-বেলজিয়াম ম্যাচেও ছিল প্রতিবাদের ঢেউ। গ্যালারি জুড়ে ছিল ফিলিস্তিনের বড় পতাকা। তিউনিসিয়ার ফ্যানরাও উড়িয়েছে সেই পতাকা, দিয়েছেন ‘ফ্রি প্যালেস্টাইন স্লোগান।’

আর মরক্কোর ফুটবলাররা তো স্পেনের বিপক্ষে ঐতিহাসিক জয় উদযাপন করেছে ফিলিস্তিনের পতাকা হাতেই।

সূত্র: আল জাজিরা


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর