৯ ডিসেম্বর, ২০২২ ০৮:৪২

স্পেনের নতুন কোচ ফুয়েন্তে

অনলাইন ডেস্ক

স্পেনের নতুন কোচ ফুয়েন্তে

কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে মরক্কোর কাছে টাইব্রেকারে দৃষ্টিকটুভাবে হেরেছে স্পেন। সেই লজ্জার হারের সূত্র ধরেই কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে লুইস এনরিকেকে। নতুন কোচ নিয়োগে খুব একটা সময়ও নেয়নি দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এনরিকের পরিবর্তে এবার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আরেক স্প্যানিশ কোচ লুই ডি ফুয়েন্তের কাঁধে। বৃহস্পতিবার বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে স্পেন ফুটবল ফেডারেশন। 

স্প্যানিশদের সাবেক লেফট ব্যাক ফুয়েন্তে এর আগেও কাজ করেছেন স্পেন ফুটবল ফেডারেশনের সঙ্গে। কিছুদিনের জন্য দায়িত্বেও ছিলেন স্পেন অনুর্ধ-২১ দলের। এবার পেলেন জাতীয় দলের দায়িত্ব। নতুন কোচ হিসেবে ফুয়েন্তে মার্চ মাস থেকে দায়িত্ব গ্রুহণ করবেন বলে জানিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন।

এর আগে বিশ্বকাপের মঞ্চে উড়ন্ত শুরু পেয়েও নকআউট পর্ব পেরোতে পারেনি স্পেন। শেষ ষোলতে মরক্কোর কাছে হেরে বিদায় নিতে হয় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের। ইয়াসিন বুনুর দেয়াল ভেদ করে টাইব্রেকারে একটি বলও জালে জড়াতে পারেনি বিশ্বকাপের আগেই ১০০০ পেনাল্টি অনুশীলন করে আসা লুই এনরিকের শিষ্যরা। আর তাতেই সমালোচনার জোয়ার ওঠে লুই এনরিককে নিয়ে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর