৯ ডিসেম্বর, ২০২২ ১৬:৫০

অনেক ব্রাজিলিয়ানই ব্রাজিলকে সমর্থন করে না: কাকা

অনলাইন ডেস্ক

অনেক ব্রাজিলিয়ানই ব্রাজিলকে সমর্থন করে না: কাকা

নেইমারের পা ভাঙলে ব্রাজিলিয়ান উল্লাস করে এমন বিস্ফোরক মন্তব্যের পর নেইমার সতীর্থ রাফিনিয়া বলেছিলেন, ‘নেইমার আসলে ভুল দেশে জন্মেছেন। ব্রাজিল তার মতো ফুটবল প্রতিভা ডিজার্ভ করে না।’

এবার সেই কথার প্রমাণই যেন দিলে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাকা। সাবেক এই মিডফিল্ডারও দাবি করেছেন, ব্রাজিলে কিংবদন্তিদের সেভাবে মূল্যায়ন করা হয় না। কিংবদন্তি রোনালদোর উদাহরণ টেনে মন্তব্যটি করেন তিনি।

এসি মিলান কিংবদন্তি বলেছেন, ‘বলতে অদ্ভুত লাগছে, তবে সত্যিটা হলো অনেক ব্রাজিলিয়ানই ব্রাজিলকে সমর্থন করে না। কখনো কখনো এমন হয়। রোনালদো পাশ দিয়ে হেঁটে গেলে আপনি রোমাঞ্চিত হবেন, কিন্তু ব্রাজিলে তাকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন মোটা মানুষ হিসেবেই দেখা হয়।’

আলোচনায় ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী রোনালদোর প্রসঙ্গ উঠে এসেছে নেইমারের কথা বলতে গিয়ে। নেইমারের চোট-প্রবণতা নিয়ে বিরক্ত ব্রাজিলিয়ানরা। ব্রাজিলিয়ানদের নেইমারের সমালোচনা করার পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কি না, এই প্রশ্নের উত্তরে কাকা শুধু বলেছেন, ‘এই মুহূর্তে অনেক ব্রাজিলিয়ানই নেইমারকে নিয়ে কথা বলছে। তবে সেটা নেতিবাচকভাবে।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর