৯ ডিসেম্বর, ২০২২ ১৭:৩২

যে কারণে ঢাবিতে আপাতত দেখানো হচ্ছে না বিশ্বকাপের খেলা

অনলাইন ডেস্ক

যে কারণে ঢাবিতে আপাতত দেখানো হচ্ছে না বিশ্বকাপের খেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর গতকালই সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখতে ক্যাম্পাসে বহিরাগত দর্শকদের না আসার অনুরোধ করেছিল। 

বিশ্ববিদ্যালয়ের ৩টি ভেন্যুতে এবারের বিশ্বকাপের খেলা দেখানো হচ্ছে। এবার জানানো হল, অনিবার্য কারণে কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচ দেখানো হবে না। 

বিশ্ববিদ্যালয়ের ৩টি ভেন্যুতে এবারের বিশ্বকাপের খেলা দেখাচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। খেলা না দেখানোর খবরটি নিশ্চিত করেছেন নগদ-এর হেড অব পাবলিক কমিউনিকেশন্স জাহিদুল ইসলাম সজল। 

শুক্রবার জাহিদুল ইসলাম সজল গণমাধ্যমকে জানান, অনিবার্য কারণে ৪টি কোয়ার্টার-ফাইনালের খেলা দেখানো বন্ধ থাকবে। তবে সেমি-ফাইনাল থেকে তিন ভেন্যুতেই আবার যথারীতি ম্যাচ প্রদর্শন করা হবে বলে নিশ্চিত করেন তিনি। 

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। রাত ১টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের অপর দুটি ম্যাচ হবে আগামীকাল। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর