৯ ডিসেম্বর, ২০২২ ২০:৪১

শেষ স্টেডিয়াম ৯৭৪ অধ্যায়!

অনলাইন ডেস্ক

শেষ স্টেডিয়াম ৯৭৪ অধ্যায়!

অর্ধেক খুলে ফেলা হয়েছে স্টেডিয়াম ৯৭৪। দ্বিতীয় রাউন্ডের ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচ দিয়ে শেষ হয়েছিল এই স্টেডিয়ামের আনুষ্ঠানিক বিশ্বকাপ যাত্রা।

বিশ্বকাপ ফুটবলের জন্য অস্থায়ী ভাবে তৈরি করা হয়েছিল স্টেডিয়ামটি। কাতারের রাস আবু আবৌদ এলাকায় তৈরি করা হয়েছিল ৪৪ হাজার দর্শকাসন বিশিষ্ট স্টেডিয়ামটি। নির্মাণে ব্যবহার করা হয়েছিল ৯৭৪টি শিপিং কন্টেনার। কাতারের আন্তর্জাতিক ডায়ালিং কোডও +৯৭৪। 

তাই স্টেডিয়ামটির নাম দেওয়া হয় ৯৭৪। এলাকাটি কাতারের একটি প্রাচীণ শিল্পাঞ্চল। তা স্মরণ করতেই নির্মাণে ব্যবহার করা হয়েছিল শিপিং কন্টেনার।

বিশ্বকাপের সাতটি ম্যাচ হয়েছে এই মাঠে। ২০২১ সালে ৩০ নভেম্বর উদ্বোধন করা হয় স্টেডিয়ামটির। গত ৫ ডিসেম্বর ব্যবহারের জন্য বন্ধ করে দেওয়া হয় স্টেডিয়াম ৯৭৪। 

তার পরেই মডিউলার স্টেডিয়ামটি খুলে ফেলার কাজ শুরু হয়েছে। 

স্টেডিয়ামটি খুলে ফেলা হলেও একেবারে বাদ দেওয়া হবে না। আফ্রিকার কোনও দেশকে স্টেডিয়ামটি দিয়ে দেওয়া হতে পারে। 

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর