৯ ডিসেম্বর, ২০২২ ২২:৫৩
ব্রাজিল-ক্রোয়েশিয়া

খেলা গড়ালো অতিরিক্ত সময়ে

অনলাইন ডেস্ক

খেলা গড়ালো অতিরিক্ত সময়ে

কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের ম্যাচের পুরো সময়ে গোলের দেখা পায়নি ব্রাজিল-ক্রোয়েশিয়া কোনো দল।

ফলে খেলা গড়ালো অতিরিক্ত সময়ে।

এখন ম্যাচ হবে আরও ৩০ মিনিট। এই ৩০ মিনিটে গোল হয় কি না, তাই দেখার বিষয়। তা নাহলে টাইব্রেকারে গড়াবে ম্যাচ।

একের পর এক সেভ করছেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। কখনো পাকেটা, কখনো নেইমার, সব সময়ে দারুণ সেভ করছেন লিভাকোভিচ।

১৩তম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলো ক্রোয়েশিয়া। দুর্দান্ত কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে যায় ক্রোয়েশিয়া। কিন্তু গোলটা হয়নি ফিনিশিংয়ের অভাবে। সে যাত্রা বেঁচে যায় ব্রাজিল।

২০ মিনিটে বল নিয়ে ভেতরে প্রবেশ করেন ভিনিসিয়াস জুনিয়র। নেইমারের সঙ্গে ওয়ান টু ওয়ান করে বল নিয়ে শট করেন ক্রোয়েশিয়ার জালে। কিন্তু ডিফেন্ডারের পায়ে লেগে যায়। ফিরতি বলে আবারও নেইমার তিন-চারজনকে কাটিয়ে শট নেন। যদিও ছিল দুর্বল শট। গোলরক্ষকের কাছে বল।

২২ মিনিটে ক্যাসেমিরোর দুর্দান্ত শট, কর্নারের বিনিময়ে রক্ষা। ৪০ মিনিটে বক্সের বাম পাশে রিচার্লিসনকে ফাউল করা হলে ফ্রি-কিক দেয়া হয়। কিক নেন নেইমার। অসাধারণ এক কিক নেন নেইমার। কিন্তু বল ধরে ফেলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক।

দুই দলই গোলের কাছে পৌঁছে গিয়েছিল বেশ কিছুবার, কিন্তু শেষ পর্যন্ত সাফল্য পায়নি কোনো দল। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর