১০ ডিসেম্বর, ২০২২ ০৬:৩৮

ব্রাজিলের বিদায়ের পর কোচ তিতের পদত্যাগ

অনলাইন ডেস্ক

ব্রাজিলের বিদায়ের পর কোচ তিতের পদত্যাগ

ফাইল ছবি

কাতার বিশ্বকাপ দিয়ে ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছিলেন তিতে। ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে আগেভাগে বিদায় নিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ হয়ে গেল দলটির ডাগআউটে তিতের অর্ধ যুগের পথচলাও।

প্রথম কোয়ার্টার-ফাইনালে শুক্রবার (০৯ ডিসেম্বর) নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে হারে ব্রাজিল। পরে ৬১ বছর বয়সী তিতে নিশ্চিত করে দেন, সেলেসাওদের দায়িত্বে আর থাকছেন না তিনি।

২০১৬ সালের জুনে আগের কোচ দুঙ্গার স্থলাভিষিক্ত হন তিতে। তার যাত্রা শুরু হয় ওই বছরের সেপ্টেম্বরে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে একুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে। সব মিলিয়ে তার কোচিংয়ে ৮১ ম্যাচ খেলে ব্রাজিলের জয় ৬১টি, হার ৭টি।

২০১৯ সালে তিনি ব্রাজিলকে জেতান কোপা আমেরিকা শিরোপা। তবে টানা দুই বিশ্বকাপেই ব্রাজিল বিদায় নিল শেষ আট থেকে। চার বছর আগে রাশিয়া আসরে এই ধাপে বেলজিয়ামের কাছে হেরেছিল তিতের দল।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর