১০ ডিসেম্বর, ২০২২ ১১:১০

আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের সেই শ্বাসরুদ্ধকর টাইব্রেকার; ভিডিওটি দেখে নিন

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের সেই শ্বাসরুদ্ধকর টাইব্রেকার; ভিডিওটি দেখে নিন

১২০ মিনিটের লড়াই শেষ। এবার টাইব্রেকার। যে টাইব্রেকারের শিকার হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। আর্জেন্টিনার সমর্থকদের মধ্যেও ছিল সেই ভয়। তবে তা দূর করে দিলেন এমিলিয়ানো মার্টিনেজ। পেনাল্টি স্পেশালিস্ট এই গোলরক্ষক নেদারল্যান্ডসের প্রথম দুটি শট আটকে দেন। লিওনেল মেসি আর প্যারেডেসের পর মন্টিয়েলের গোল আর্জেন্টিনাকে সেমির পথ দেখিয়ে দেয়। এনজো ফার্নান্দেস গোল করতে ব্যর্থ হলেও লওটারো মার্টিনেজের শট ঠিকই জালের ঠিকানা খুঁজে পায়। আর্জেন্টিনা সেমিফাইনাল নিশ্চিত করে। এমিলিয়ানো মার্টিনেজ গত বছর কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারেও রুখে দিয়েছিলেন তিনটি শট। আর্জেন্টিনা জিতেছিল সেই ম্যাচে।

গতকাল দুটি নাটকীয় ম্যাচ দেখল দর্শকরা। দিনের প্রথম ম্যাচে ব্রাজিল ১-১ গোলে ড্রয়ের পর ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরেছে ৪-২ গোলে। নেইমার দারুণ একটা গোল করে পেলের পাশে স্থান নিয়েও ব্রাজিলকে জেতাতে পারলেন না। পরের ম্যাচটাও হলো নাটকীয়।

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। ম্যাচের তখন ৮৩তম মিনিটের খেলা চলছে। আর্জেন্টাইনরা জয়ের উৎসব করার প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে পর পর দুটি গোল করেন ডাচ ফুটবলার ওয়েগহর্স্ট। বদলে যায় ম্যাচের চিত্র। ডাচদের আশার প্রদীপ অবশ্য নিবে যায় টাইব্রেকারে। ২-২ গোলে ড্রয়ের পর ৪-৩ ব্যবধানে টাইব্রেকার জিতে শেষ চার নিশ্চিত করেছেন লিওনেল মেসিরা।

টাইব্রেকারে ভ্যান ডাইকের নেওয়া শট রুখে দেন এমিলিয়ানো মার্টিনেজ। এরপর আর্জেন্টিনার পক্ষে প্রথম শটে গোল করেন মেসি। ডাচদের পক্ষে স্টিভেন বার্গাসের নেওয়া দ্বিতীয় শটও রুখে দেন মার্টিনেজ। আর্জেন্টিনার পক্ষে দ্বিতীয় শটে গোল করেন পারাদেস। এরপর ডাচদের পক্ষে তৃতীয় শটে গোল করেন টিন কুপমিনার। এরপর আর্জেন্টিনার পক্ষে তৃতীয় শটে গোল করেন মন্টিয়েল।

ডাচদের পক্ষে চতুর্থ শটে গোল করেন জাস্টিন বিজলো। অন্যদিকে আর্জেন্টিনার পক্ষে চতুর্থ শটে গোল করতে ব্যর্থ হন এঞ্জো ফার্নান্দেজ। এরপর ডাচদের পক্ষে পঞ্চম শটে গোল করেন লুক ডি জং। এরপর আর্জেন্টিয়ার পক্ষে পঞ্চম শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন লাওতারো মার্টিনেজ। এই জয়ের ফলে সেমিইফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা।

(ভিডিওটি টি-স্পোর্টসের সৌজন্যে)

 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর