১০ ডিসেম্বর, ২০২২ ১২:০৬

বিশ্বকাপের মঞ্চে ফ্রান্স-ইংল্যান্ড যুদ্ধ আজ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে ফ্রান্স-ইংল্যান্ড যুদ্ধ আজ

ফ্রান্স-ইংল্যান্ড ফুটবলীয় লড়াইয়ের উত্তাপ বেশ আগে থেকেই শুরু হয়ে গেছে। গ্রুপ পর্বের পর থেকেই। যখন নিশ্চিত হয়েছে, কোয়ার্টারেই দেখা হতে পারে দুই দলের। ইংল্যান্ড সরকার হুলিগানদের চিহ্নিত করে কাতার আসার অনুমতি দেয়নি। এমন খবর বেরিয়েছে সংবাদ মাধ্যমে।

কিন্তু হুলিগান গোষ্ঠীতে আছে লাখ লাখ সদস্য। সবাইকে বাধা দেওয়া কি আর সম্ভব! অনেকেই হয়তো ছদ্মবেশে পৌঁছে গেছেন দোহায়! আজ আল বাইত স্টেডিয়ামে বাড়তি নিরাপত্তাই দিতে হবে কাতারকে। অবশ্য এই দেশে নিরাপত্তা ব্যবস্থা খুবই কড়া। 

ফ্রান্স-ইংল্যান্ড লড়াই নিয়ে সমর্থকদের মধ্যে থাকে ভিন্ন রকমের উত্তেজনা। এই উত্তেজনা ফুটবলারদের মধ্যেও যে ভিতরে ভিতরে আছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে বাইরে তা প্রকাশ পায় না। 

গতকাল ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম যেমন মৃদু হেসে বললেন, ‘প্রতিপক্ষ যেই হোক, আমরা নিজেদের খেলাটাই খেলব।’ 

ফ্রান্স নিজেদের সেরাটা খেলতে পারলে যে কোনো প্রতিপক্ষই কাত হয়ে যেতে পারে। ইংলিশ কোচ সাউথগেট তাই বলছেন, ‘প্রতিপক্ষের খেলা সম্পর্কে আমরা জানি। তাদের শক্তি ও দুর্বলতাও আমাদের জানা আছে। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই খেলতে নামব আমরা।’ সেই পরিকল্পনা ফ্রান্সকে বিদায় করব নিশ্চয়ই!


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর