১৩ ডিসেম্বর, ২০২২ ০৮:২৫

আমরা আমাদের স্টাইলে খেলব: আর্জেন্টিনা কোচ

অনলাইন ডেস্ক

আমরা আমাদের স্টাইলে খেলব: আর্জেন্টিনা কোচ

স্ক্যালোনি

কাতারের রাজধানী দোহার প্রায় সব খানেই আর্জেন্টাইন সমর্থকদের দাপট। আরব উপসাগরের তীরে গড়ে ওঠা দৃষ্টিনন্দন কোরনিশ এলাকা, ফিফা ফ্যান জোন, শপিং মল, মেট্রো কিংবা অন্য কোথাও- সব খানেই নীলের আধিপত্য। বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেওয়ার পর এই আধিপত্য বেড়ে গেছে আরও অনেক। এখানে আর্জেন্টাইনরা যতটা না আছেন, তার চেয়ে অনেক বেশি ভিনদেশি আর্জেন্টিনার সমর্থক। সবাই মিলে উৎসবের প্রস্তুতি নিতেই যেন ব্যস্ত। আপাতত তাদের লক্ষ্য, সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা। আজ লুসাইল আইকনিক স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ১টা) ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া।

সেমিফাইনালের জন্য মেইন মিডিয়া সেন্টারের ভার্চুয়াল স্টেডিয়ামকে বেছে নিয়েছে ফিফা। ভার্চুয়াল স্টেডিয়ামের সম্মেলনে প্রথমে এলেন আর্জেন্টিনার নিকলাস টালিয়াফিকো। নক আউটের দুই ম্যাচে ক্রোয়েশিয়া অতিরিক্ত সময়ে খেলা টেনেছে। আর্জেন্টিনা ম্যাচেও এই কৌশল করতে পারে। এর বিপরীতে আর্জেন্টিনার পরিকল্পনাটা পরিষ্কারই বললেন নিকোলাস, ‘তাদের পরিকল্পনা থাকতেই পারে। আমরা আমাদের খেলাটাই খেলব। অন্য কিছু ভাবছি না।’

নিকোলাস কয়েকটি প্রশ্নের উত্তর দেয়ার পরই আসেন কোচ স্ক্যালোনি। তিনিও এই কথার পুনরাবৃত্তি করেছেন, ‘আমরা আমাদের স্টাইলেই খেলব। এর কোনো পরিবর্তন ঘটাব না।’ নিজেদের স্টাইল নিয়ে অটুট থাকলেও প্রতিপক্ষ নিয়ে ঠিকই কাটাছেড়া করছেন, ‘আমরা ক্রোয়েশিয়াকে নিয়ে বিশ্লেষণ করছি। আজও করব।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর