১৩ ডিসেম্বর, ২০২২ ০৯:০২

মদ্রিচকে নিয়ে ‘বিশেষ’ পরিকল্পনা আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক

মদ্রিচকে নিয়ে ‘বিশেষ’ পরিকল্পনা আর্জেন্টিনার

২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে লুকা মদ্রিচের দল ক্রোয়েশিয়ার কাছে ৩-০ ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা। আবার মুখোমুখি হওয়ার আগে তাই ক্রোয়াটদের বিপক্ষে সাবধানী আর্জেন্টিনা। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ১টা) ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। 

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো লুসাইল আইকনিক স্টেডিয়ামে খেলতে নামছে ক্রোয়েশিয়া। আর্জেন্টিনা এই মাঠে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে। এর আগে গ্রুপপর্বে দুটি এবং কোয়ার্টার ফাইনালের ম্যাচ লুসাইলে খেলেছেন মেসিরা।

রাশিয়া বিশ্বকাপে একই গ্রুপে পড়েছিল আর্জেন্টিনা-রাশিয়া। যেখানে ক্রোয়েশিয়া আর্জেন্টিনাকে হারিয়েছিল ৩-০ গোলে। চার বছর পর প্রতিশোধ নেয়ার সুযোগ মেসিদের সামনে। মেসিদের কোচ লিওনেল স্কালোনির অবশ্য চার বছরের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না, ‘আমরা আগামীকালের ম্যাচে জিতে ফাইনাল খেলতে চাই।’

আর্জেন্টিনার প্রাণভোমরা যেমন মেসি, তেমনি ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। সেই মদ্রিচকে নিয়ে বিশেষ ভাবনা রয়েছে আর্জেন্টিনার, ‘নিঃসন্দেহে মদ্রিচ অসাধারণ খেলোয়াড়। তিনি অবশ্যই আমাদের পরিকল্পনার বড় অংশ জুড়ে থাকবেন।’

নক আউট পর্বের দুই ম্যাচেই আর্জেন্টিনা শেষ সময়ে গোল হজম করেছে। এ নিয়ে শঙ্কিত না হলেও সতর্ক থাকার চেষ্টা আর্জেন্টিনা কোচের, ‘এই বিষয়টি গুরুত্বপূর্ণ। আমরা এই ম্যাচে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকব।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর