১৩ ডিসেম্বর, ২০২২ ১৬:৪১

মাঠে নামলেই যে রেকর্ড গড়বেন মেসি

অনলাইন ডেস্ক

মাঠে নামলেই যে রেকর্ড গড়বেন মেসি

লিওনেল মেসি মানেই তো রেকর্ড গড়া আর ভাঙার খেলা। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলেই একটি রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। আর্জেন্টাইন তারকা গড়েছেন সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ড।

সেই মেসি আজকেও আছেন আরেকটি রেকর্ডের খুব কাছাকাছি।

ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামলেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে ভাগ বসাবেন তিনি। যে রেকর্ডটি বর্তমানে জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউসের দখলে। ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত পাঁচ বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছেন ম্যাথাউস। 

আর্জেন্টিনা ফাইনাল খেললে আর সেই ম্যাচে মিসে থাকলে ম্যাথাউসকেও ছাড়িয়ে রেকর্ডটার একক মালিক বনে যাবেন এলএম টেন। অবশ্য ক্রোয়েশিয়ার বিপক্ষে হারলেও মেসির সুযোগ থাকবে। কারণ, তৃতীয় স্থান নির্ধারণী একটা ম্যাচও তো আছে।

পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ডে অবশ্য মেসির সঙ্গী আরও পাঁচজন, মেক্সিকোর আন্তনিও কারবাহাল, রাফায়েল মার্কেজ, আন্দ্রেস গুয়ারদাদো, জার্মানির লোথার ম্যাথাউস ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর