১৩ ডিসেম্বর, ২০২২ ২০:৩২

‘মেসির বিশ্বকাপ না জেতা হবে ফুটবলের জন্যই লজ্জার’

অনলাইন ডেস্ক

‘মেসির বিশ্বকাপ না জেতা হবে ফুটবলের জন্যই লজ্জার’

ব্রাজিলের বিদায়ের পর বিশ্বকাপে টিকে থাকা একমাত্র লাতিন সুরের নাম আর্জেন্টিনা। মেসি আর আর্জেন্টিনা উভয়ের সমর্থকে টইটম্বুর পৃথিবীর চারপাশ।

ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তাই কিছু মেসি ভক্তের সাথে কথা বলেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আব্দুর রহমান নামের এক আর্জেন্টিনা সমর্থক জানিয়েছে, ‘২০১০ সালের বিশ্বকাপ থেকে আমি মেসিকে অনুসরণ করি।’ বাইরাইনের প্রকৌশল বিদ্যার এই শিক্ষার্থীর মতে, ‘আমি আর্জেন্টিনা দলকে ভালোবাসি, আমি নিজেকেও তাদের একজন মনে করি। আমি তাদের জাতীয় সঙ্গীত শিখেছি এবং তাদের উদযাপনের ঢঙ অনুশীলনও করেছি।’ 

কেরালা থেকে যাওয়া মোহাম্মদ আদিল বললেন, ‘মেসি আমার আনন্দ।’ 

বাংলাদেশ থেকে খেলা দেখতে যাওয়া একটি দলের ফখরুখ ইসলাম বলেছেন, ‘মেসির একটা বিশ্বকাপ চাই, বিশ্বকাপেরও একটা মেসি চাই।’

তার মতে, ‘মেসি যদি তার ক্যারিয়ারে একটা বিশ্বকাপও না জয় করে তবে ফুটবলের জন্যই হবে লজ্জার। আমাদের প্রার্থনা তাদের সাথে আছে।’


সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর