১৪ ডিসেম্বর, ২০২২ ১৪:২৭

২০২৪ ইউরোর স্কোয়াডে মদ্রিচকে চান দালিচ

অনলাইন ডেস্ক

২০২৪ ইউরোর স্কোয়াডে মদ্রিচকে চান দালিচ

লুকা মদ্রিচ

লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ ট্রফির আশা শেষ ক্রোয়েশিয়ার। শনিবার তারা ফ্রান্স কিংবা মরক্কোর বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে তারা। ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচের বিশ্বাস, কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে লুকা মদ্রিচের এটাই শেষ ম্যাচ হবে না।

জার্মানিতে ২০২৪ সালে হতে যাওয়া ইউরোর ক্রোয়েশিয়া স্কোয়াডে ৩৭ বছর বয়সী মিডফিল্ডারকে চান দালিচ। ম্যাচ শেষে ক্রোয়েশিয়া কোচ বলেন, ‘সম্ভবত এটি বিশ্বকাপের প্রজন্মের শেষ। কয়েকজনের বয়স হয়ে গেছে। ২০২৬ এ কী হয় দেখতে হবে। আমাদের সেরা একটি দল ছিল এবং এই প্রজন্ম ইউরো ২০২৪ এ তাদের ক্যারিয়ার শেষ করবে। আমাদের নেশনস লিগে খেলা আছে এবং একটি চমৎকার প্রজন্ম দুটি সেমিফাইনালে পৌঁছেছে।’

ইউরোর আগে ক্রোয়েশিয়া ২০২৩ সালের জুনে নেশনস লিগের ফাইনালসে খেলবে। তাই দালিচ থেকে যেতে চান জাতীয় দলের সঙ্গে, ‘আমি চালিয়ে যাবো। আমার চুক্তি ২০২৪ ইউরে চ্যাম্পিয়নশিপস পর্যন্ত এবং ছয় মাসের মধ্যে আমাদের নেশনস লিগ ফাইনালস আছে। আমার পরিকল্পনা ক্রোয়েশিয়াকে ২০২৪ ইউরোতে তোলা।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর