১৫ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৩

‘টানা দুইবার বিশ্বকাপের ফাইনাল খেলা অবিশ্বাস্য’

অনলাইন ডেস্ক

‘টানা দুইবার বিশ্বকাপের ফাইনাল খেলা অবিশ্বাস্য’

বিশ্বকাপের ফাইনালে আবারও ফ্রান্স। গতকাল আল বাইত স্টেডিয়ামে মরক্কোর ফুটবল বিপ্লব থামিয়ে টানা দ্বিতীয়বারের মতো (সব মিলিয়ে চতুর্থবার) ফাইনাল নিশ্চিত করল ফরাসিরা। ম্যাচটা তারা জিতল ২-০ গোলে। ফাইনালে প্রতিপক্ষ আর্জেন্টিনা। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২২তম বিশ্বকাপের ফাইনাল।

দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত থিও হার্নান্দেজ। টানা দুইবার বিশ্বকাপের ফাইনালে ওঠা এই ডিফেন্ডারের চোখে অবিশ্বাস্য ব্যাপার।

ম্যাচের ৪ মিনিট ৩৯ সেকেন্ডে চমৎকার গোল করে দলকে এগিয়ে নেন হার্নান্দেজ। ১৯৫৮ সালের পর বিশ্বকাপের সেমি-ফাইনালে দ্রুততম গোল এটি। সেবার ফ্রান্সের বিপক্ষে দুই মিনিটের মধ্যে গোল করেছিলেন ব্রাজিলের ভাভা। দ্বিতীয়ার্ধে বদলি নামার পরপরই ফ্রান্সের দ্বিতীয় গোলটি করেন রন্দাল কোলো মুয়ানি।

মরক্কোর বিপক্ষে জয়ের পর হার্নান্দেজ বললেন, “টানা দুটি বিশ্বকাপ ফাইনাল খেলা অবিশ্বাস্য ব্যাপার। আমরা দারুণ কাজ করেছি। কঠিন চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমরা এখন ফাইনালে।”

এসি মিলানের ২৫ বছর বয়সী এই লেফট-ব্যাক অবশ্য এবারই প্রথম বিশ্বকাপে খেলছেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর