১৫ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৭

বিশ্বকাপের লুসাইল স্টেডিয়ামে নিরাপত্তা কর্মীর মৃত্যু

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের লুসাইল স্টেডিয়ামে নিরাপত্তা কর্মীর মৃত্যু

জন এনজাও কিবুয়ে

কাতার বিশ্বকাপের লুসাইল স্টেডিয়ামে দায়িত্ব পালনের সময় আট তলা থেকে পড়ে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

আসরের আয়োজক কর্তৃপক্ষ ‘সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লেগ্যাসি’ বুধবার জানিয়েছে, মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জন এনজাও কিবুয়ে নামের ওই নিরাপত্তা কর্মী। 

লুসাইল স্টেডিয়ামে কর্মরত অবস্থায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু তাকে বাঁচানো যায়নি। জন নাউ কিবুয়ের বয়স ২৪ বছর। তিনি কেনিয়ার নাগরিক।

আয়োজক কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছিল গত শনিবার। মেডিকেল টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাকে জরুরি চিকিৎসা দিয়েছিল। পরে অ্যাম্বুলেন্সে করে হামাদ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তিকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়।

বিবৃতিতে তারা বলেছে, “আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, তিন দিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকার পর, মেডিকেল টিমের প্রচেষ্টা সত্ত্বেও, ১৩ ডিসেম্বর মঙ্গলবার তিনি হাসপাতালে মারা যান।”

আয়োজক কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন জানায়, দুর্ঘটনাটি ‘জরুরি ও গুরুতর’ বিষয় হিসেবে তদন্ত শুরু করা হচ্ছে। কিবুয়ের বোন আন ওয়ানজিরু জানিয়েছেন, স্টেডিয়ামের আট তলা থেকে তার ভাইয়ের পড়ে যাওয়ার কথা গত শনিবার জানান কিবুয়ের নিয়োগ কর্তা। 

এর আগে গত সপ্তাহে কাতারে একজন ফিলিপিনো কর্মী ট্রেনিং সাইটে কাজ করার সময় মারা যান। সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর