১৬ ডিসেম্বর, ২০২২ ০১:৩১

বিশ্বকাপ ফাইনালের ম্যাচ পরিচালনার দায়িত্বে পোল্যান্ডের রেফারি

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ফাইনালের ম্যাচ পরিচালনার দায়িত্বে পোল্যান্ডের রেফারি

পোল্যান্ডের রেফারি সিমন মারসিনিয়াক। ফাইল ছবি

কাতারের লুসাইল স্টেডিয়ামে আগামী রবিবার ফিফা বিশ্বকাপের ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে ফাইনাল ম্যাচের রেফারি কে হচ্ছেন, সেটি নিয়ে চলছিল জল্পনা-কল্পনা।

অবশেষে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, আগামী রবিবারের ফাইনালে ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের সিমন মারসিনিয়াক (Szymon Marciniak)।

৪১ বছর বয়সী মারসিনিয়াক এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলেরই ম্যাচ পরিচালনা করেছেন। শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ও গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে রেফারি ছিলেন তিনি।

ফাইনালে সিমন মারসিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশি পাওয়েল সোকোলনিকি (Paweł Sokolnicki) ও তমাস লিস্তকিয়েভিচ (Tomasz Listkiewicz)।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর