১৬ ডিসেম্বর, ২০২২ ১১:৫২

রেফারির সিদ্ধান্ত নিয়ে ‘ক্ষোভ’; ফিফায় মরক্কোর অভিযোগ

অনলাইন ডেস্ক

রেফারির সিদ্ধান্ত নিয়ে ‘ক্ষোভ’; ফিফায় মরক্কোর অভিযোগ

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে হারের পর এবার রেফারিং নিয়ে ফিফায় অভিযোগ জানালো মরক্কান ফুটবল ফেডারেশন (এফএমআরএফ)।

মরক্কোর দৃঢ় বিশ্বাস, প্রথমার্ধে বক্সের মধ্যে সোফিয়ানে বৌফল ফাউল হয়েছিল এবং পেনাল্টি পাওনা ছিল। কিন্তু ফ্রান্সের থিও হার্নান্দেজকে ফাউলের জন্য মরক্কান উইঙ্গারকে বুকড করেন রেফারি সিজার রামোস। এছাড়া দ্বিতীয়ার্ধে সেলিম আমাল্লাহ ফাউলের শিকার হলেও কোনও ব্যবস্থা নেননি ওই রেফারি।

এক বিবৃতিতে অভিযোগের ব্যাপারে নিশ্চিত করেছে এফএমআরএফ, ‘মরক্কান দলকে দুটি পেনাল্টিবঞ্চিত করায় রেফারিং সিদ্ধান্ত নিয়ে রিভিউ করতে সংশ্লিষ্ট সংস্থাকে লিখিত দিয়েছে এফএমআরএফ। এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) এই ধরনের পরিস্থিতিতে কোনও প্রতিক্রিয়া না দেখানোয় এফএমআরএফ বিস্মিত।’

ওই সিদ্ধান্তগুলো ম্যাচের মোড় পাল্টে দিতে পারতো। কিন্তু মরক্কো ২-০ গোলে হেরে বিদায় নেয় হার্নান্দেজ ও র‌্যান্ডাল কোলো মুয়ানির গোলে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর