১৬ ডিসেম্বর, ২০২২ ১৬:২২

বিশ্বজুড়ে মেসির জার্সি ফুরিয়ে গেছে, বিপাকে অ্যাডিডাস!

অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে মেসির জার্সি ফুরিয়ে গেছে, বিপাকে অ্যাডিডাস!

কাতার বিশ্বকাপ এককথায় বললে একাই জমিয়ে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে তার জার্সির চাহিদা তুঙ্গে। তবে মেসির জার্সি পেতে মানুষের আগ্রহ সব রেকর্ড ভেঙেছে। কোথাও কোথাও তার জার্সি রীতিমতো ফুরিয়ে গেছে। তাই বিপাকে পড়েছে মেসিদের অফিসিয়াল জার্সি বিক্রি করা অ্যাডিডাস।

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস মেসির ১০ নম্বর এবং নামাঙ্কিত যত জার্সি তৈরি করেছে, বিশ্বকাপ উপলক্ষে সেগুলো এরই মধ্যে শেষ হয়ে গেছে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স, স্পেনের রাজধানী রিয়াল মাদ্রি, কাতারের রাজধানী দোহা এবং জাপানের রাজধানী টোকিওতে অ্যাডিডাসের শো রুমে মেসির কোনো জার্সিই অবশিষ্ট নেই।
 
এমনকি ক্রেতারা জার্সির সাইজ অথবা নারী পুরুষ কোনো কিছুরই বাছবিচার করছেন না। 

অ্যাডিডাস দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। জার্মান এই প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা জার্সির স্পন্সর হওয়ার পর থেকেই তাদের ব্যবসা ফুলেফেঁপে বড় হতে থাকে। কারণ সারাবিশ্বে আর্জেন্টিনার জার্সির যত চাহিদা সবসময়, তা অন্য আর কোনো ফুটবল দলের নেই।

সূত্র: মার্কা

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর