শিরোনাম
১৭ ডিসেম্বর, ২০২২ ১৪:৫২

ফরাসি ফুটবলারও স্বীকার করলেন, বিশ্বকাপ মেসিরই প্রাপ্য

অনলাইন ডেস্ক

ফরাসি ফুটবলারও স্বীকার করলেন, বিশ্বকাপ মেসিরই প্রাপ্য

লিওনেল মেসির সাবেক ক্লাব সতীর্থ এবং ফ্রান্সের হয়ে চলতি বিশ্বকাপে খেলা ফুটবলার ওসমান দেম্বেলেও মনে করেন, এবার বিশ্বকাপটা মেসির প্রাপ্য।

সংবাদ সম্মেলনে তার দেম্বেলে বললেন, ‘মেসির বিশ্বকাপ প্রাপ্য। তারা টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে। আর এই একটা ট্রফিই তাদের অধরা। তবে ফ্রান্সেরও প্রাপ্য বিশ্বকাপ।’ 

২০১৭ সালে বার্সেলোনায় যোগ দেন দেম্বেলে। চার বছর পর লা লিগার ক্লাবটি ছেড়ে পিএসজিতে পাড়ি জমান মেসি। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে কাটানো সময় বেশ উপভোগ করেছেন দেম্বেলে। সাবেক সতীর্থের কাছ থেকে শিখেছেন অনেক কিছু। 

দেম্বেলের ভাষায়, ‘আমি তার সঙ্গে দারুণ চারটি বছর কাটিয়েছি। তিনি অসাধারণ একজন খেলোয়াড়। আমি সবসময়ই বলেছি, বার্সেলোনাকে ভালোবাসতে তিনি এবং ইনিয়েস্তা আমাকে বাধ্য করেছেন। তাকে সতীর্থ হিসেবে পেয়ে আমি খুবই খুশি। তিনি এমন একজন ফুটবলার, যে খুব সাধারণ ও শান্ত এবং যাকে থামানো কঠিন।’ 

দেম্বেলের কাছে মেসি মেন্টরও। তিনি বলেছেন, ‘আমি যখন বার্সেলোনায় যোগ দেই, তখন খুবই ছোট ছিলাম। আমি সবসময় ড্রিবল করতে পছন্দ করতাম। তিনি আমাকে শান্ত করেছিলেন এবং বলেছিলেন, প্রতিটি মুহূর্তে ড্রিবলের চেষ্টা করার কোনো মূল্য নেই। কিছু মুহূর্ত থাকে যখন এটা করা ভালো, অন্য সময়ে এটা কাজে দেয় না।’


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর