১৯ ডিসেম্বর, ২০২২ ০৩:০৬

পিএসজি পেল মহানায়ক, পেল ট্র্যাজিক হিরোও

অনলাইন ডেস্ক

পিএসজি পেল মহানায়ক, পেল ট্র্যাজিক হিরোও

কিলিয়ান এমবাপ্পে, বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিকসহ মোট ৮ গোল করেছেন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছেন গোল্ডেন বুটও। তবুও এমবাপ্পে যেন বাড়ির পথ ধরলেন খালি হাতেই।

প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে এমবাপ্পে হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। সাথে পেয়েছিলেন বিশ্বকাপ জয়ের স্বাদও। আর এবারও ফাইনাল খেললেন এমবাপ্পে, হলেন সেরা গোলদাতা।

তবুও এমবাপ্পে পিএসজির ট্র্যাজিক হিরো।

বিপরীতে লিওনেল মেসি এই টুর্নামেন্টে ৭ গোল করেছন। গোলও করিয়েছেন কয়েকটা। সেই সাথে নিজে খেলেছেন পুরোটা উজাড় করে। ফলও মিলেছে ক্যারিয়ারের প্রথম সোনালি ট্রফির স্বাদ পেলেন মেসি। 

সেই সাথে ৩৬ বছর পর মেসির দেশ আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ। অন্যদিকে বিশ্বজয়ী ফুটবলারও পেয়েছেন পিএসজি। মেসি হচ্ছেন সেই বিশ্বকাপ জয়ী মহাতারকা।

তাই একই মুদ্রার এপিঠ-ওপিঠই দেখল পিএসজি। যার একপাশে বাঁধ ভাঙা উল্লাস, অন্য প্রান্তে বেদনার মহাসমুদ্র।

 

বিডি প্রতিদিন/নাজমুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর