১৯ ডিসেম্বর, ২০২২ ১০:০৭

বিশ্বকাপ জয়, কীর্তিতে যেভাবে এক মোহনায় মেসি ও ম্যারাডোনা!

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ জয়, কীর্তিতে যেভাবে এক মোহনায় মেসি ও ম্যারাডোনা!

বিশ্বকাপ জয়, কীর্তিতে যেভাবে এক মোহনায় মেসি ও ম্যারাডোনা!

দীর্ঘ ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপের ট্রফি জিতল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ট্রফি জিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। 

এর আগে সব শেষ ১৯৮৬ সালে বিশ্বকাপ ট্রফি জিতেছিল আর্জেন্টিনা। সেবার নায়ক ছিলেন দিয়েগো ম্যারাডোনা।

দুই ট্রফি জয়ের মাঝে দীর্ঘ ৩৬ বছর কেটে গেলেও কীর্তিতে যেন হুবহু এক মোহনায় মিলে গেলেন দুই আসরের দুই নায়ক মেসি ও ম্যারাডোনা।

১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনা ৫ গোল করেছিলেন। গোল বানিয়েছিলেন আরও ৫টি। জিতেছিলেন ‘গোল্ডেন বল’। 

মেসি এই বিশ্বকাপে গোল করেছেন ৭টি, বানিয়েছেন ৩টি। সব মিলিয়ে ’৮৬-র ম্যারাডোনার মতোই হলো ১০ গোল। ’৮৬-র ম্যারাডোনার মতোই জিতলেন গোল্ডেন বল।

শুধু তা-ই নয়, ৩৬ বছর আগে ম্যারাডোনাই সর্বশেষ খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপে গোল করা ও গোল বানানো মিলিয়ে অন্তত ১০ গোলে সরাসরি অবদান রেখেছিলেন। মাঝে ৮টি বিশ্বকাপে কেউ গোল করা ও বানানো মিলিয়ে অন্তত ১০ গোলে সরাসরি অবদান রাখতে পারেননি। 

ম্যারাডোনার সেই কীর্তিকে এবার ফিরিয়ে বিশ্বকাপও জিতলেন মেসি। এ যেন সত্যিই অনন্য চিত্রনাট্য।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর