১৯ ডিসেম্বর, ২০২২ ১৩:০৬

পরাজয়ের পর ফ্রান্সে বিক্ষোভ, পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ: রিপোর্ট

অনলাইন ডেস্ক

পরাজয়ের পর ফ্রান্সে বিক্ষোভ, পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ: রিপোর্ট

সংগৃহীত ছবি

বিশ্বকাপের ফাইনালে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার কাছে হেরে গেছে গত আসরের চ্যাম্পিয়ন ইউরোপের দেশ ফ্রান্স। এই হারের পর ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ করেছেন সমর্থকরা। তাদের সামলাতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে দেশটির পুলিশ।

রবিবার দিবাগত রাতে বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। এমন পরাজয় মানতে পারছেন না ফ্রান্সের সমর্থকরা। তাই রাতেই প্যারিসসহ ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভ করে তারা। উত্তেজিত ভক্তদের সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফ্রান্সের উত্তাল রাজপথের টুকরো টুকরো ছবি ছড়িয়ে পড়েছে।

ফ্রান্স সরকার ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিসে বা অন্য কোনও শহরে ‘জায়ান্ট স্ক্রিন’ বসানোর অনুমতি দেয়নি। ফলে সবাই এক জায়গায় জড়ো হয়ে বড়পর্দায় খেলা দেখা হয়নি। রবিবার ফাইনাল ম্যাচ দেখার জন্য শহরের নানা প্রান্তে বার কিংবা রেস্তরাঁয় জড়ো হয়েছিল সাধারণ মানুষ। কিন্তু তারা স্বপ্নভঙ্গের সাক্ষী থেকেছে। অধরা থেকে গেছে বিশ্বকাপ।

তবে ফাইনালের পর প্যারিসে আর্জেন্টিনার দূতাবাসের ছবিটা ছিলে ভিন্ন। সেখানে বহু আর্জেন্টাইন সমর্থক জড়ো হয়ে ফাইনালের রুদ্ধশ্বাস জয় উদযাপন করেছেন। সূত্র: দ্য সান

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর