১৯ ডিসেম্বর, ২০২২ ২১:১৫

'এমবাপ্পের নেতৃত্বে নতুন প্রজন্মের সময় চলে এসেছে'

অনলাইন ডেস্ক

'এমবাপ্পের নেতৃত্বে নতুন প্রজন্মের সময় চলে এসেছে'

ফ্রান্সের অধিনায়ক হুগো লোরিস বলেছেন, কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে নতুন প্রজন্মের সময় চলে এসেছে। তারাই এখন ফ্রান্সকে নেতৃত্ব দিবে। রবিবার আর্জেন্টিনার কাছে ফাইনালে পরাজয়ের পর অভিজ্ঞ এই গোলরক্ষক এই মন্তব্য করেছেন।

ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময় ৩-৩ গোলে শেষ হয়। এরপর টাই ব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে পরাজিত করে আর্জেন্টিনা শিরোপা জয় করে। ২৩ বছর বয়সী এমবাপ্পে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ফাইনালে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখান।

এ মাসেই ৩৬ বছরে পা রাখতে যাওয়া লোরিস বলেছেন, ‘এই টুর্নামেন্টের মাধ্যমে এক প্রজন্মের কাছ থেকে নতুন প্রজন্মের কাছে ব্যাটন চলে গেছে। এমবাপ্পের নেতৃত্বে সেই প্রজন্মটি এখন ফ্রান্সকে সামনে এগিয়ে নিয়ে যাবে।’

ফ্রান্সের হয়ে রেকর্ড ১৪৫ ম্যাচ খেলা লোরিস বলেন, ‘পুরো টুর্নামেন্টেই এমবাপ্পে শক্তিশালী মানসিকতার পরিচয় দিয়েছে। এমনকি ফাইনালে তিনি ছিলেন অনন্য। এই ম্যাচটি অনেকটা বক্সিংয়ের মত ছিল। আমরা একের পর এক জবাব দিয়ে গেছি। কখনই ম্যাচ ছেড়ে দেইনি। পেনাল্টিতে শেষ পর্যন্ত ভাগ্য আমাদের সহায় হয়নি। এটা সব সময়ই নিষ্ঠুর, আমাদের খালি হাতে ফিরতে হয়েছে।’

পেনাল্টি শ্যুট আউটে আর্জেন্টিনার চারজনই লোরিসকে পরাস্ত করেছেন। লোরিস বলেন, ‘আমরা এক সময় ২-০ গোলে পিছিয়ে ছিলাম। কিন্তু তারপরও ম্যাচের গতি ঘুরিয়ে দিয়েছিলাম। আমাদের অবশ্যই আর্জেন্টিনাকে অভিনন্দন জানাতে হবে। তারা একটি অসাধারণ টুর্নামেন্ট ও অসাধারণ ফাইনাল খেলে শিরোপা জিতেছে।’

এনিয়ে চতুর্থ বিশ্বকাপ খেলার কৃতিত্ব দেখালেন লোরিস। আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ সম্পর্কে বলতে গিয়ে লোরিস বলেছেন, ‘অবশ্যই অন্য সকলের মত আমাকেও ছাড়তে হবে, নতুনদের জায়গা করে দিতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নিবো। এই মুহূর্তে আমাদের মানসিক অবস্থা ভালো নয়। আমাদের আর কোন শক্তি বাকি নেই। এখন শুধু কয়েকদিনের জন্য পরিবারের কাছে ফিরে যেতে চাই।’

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর