৫ অক্টোবর, ২০২৩ ১৬:৩৭

ফাঁকা স্টেডিয়াম, সমালোচনায় মুখর ভারত

অনলাইন ডেস্ক

ফাঁকা স্টেডিয়াম, সমালোচনায় মুখর ভারত

ওয়ানডে বিশ্বকাপের কোনো উন্মাদনা যেন ছিল না ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্রায় দর্শক শূন্য মাঠেই শুরু হয়েছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচটি। খোদ ভারতীয়রাই এমন কাণ্ডে সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। নানা মাধ্যমে তারা জানিয়েছেন ক্ষোভ, করছেন ব্যঙ্গ।

অনেকেই টুইটারে (এক্স) প্রশ্ন ছুড়েছেন, ‘কোথায় সেই ভিড়?’ 

অনেকেই ভেবেছিলেন এই আসরে উদ্বোধনী ম্যাচের দর্শক থাকবে কানায় কানায় পূর্ণ। আয়োজন থাকবে জমকালো। কিন্তু বৃহস্পতিবার তার পুরো ‍উল্টো চিত্রই দেখেছে ক্রিকেট প্রেমীরা। 

ইংল্যান্ডের নারী ক্রিকেট দলের তারকা ড্যানিলে ওয়াটও হতাশা প্রকাশ করেটে টুইটে বলেছেন, ‘কোথায় সেই জনতা (দর্শক)?’

মুফাদদাল বোহরা নামে এক ব্যবহারকারী লিখেছেন, আশা করেছিলাম বিকাল নাগাদ এই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। নিশ্চয়ই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এর চেয়ে অনেক বেশি দর্শক পাওয়ার দাবি রাখে।

রাজমা চাওয়াল নামে একজন টুইটে লিখেছেন, খালি মাঠের সামনেই শুরু হল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। তারপর হিন্দিতে তিনি লিখেছেন, ও সব টিকেট তো বেচা হয়ে গেছে!

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর