৫ অক্টোবর, ২০২৩ ১৭:৩৪

কিউইদের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

কিউইদের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে ইংল্যান্ড

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের টসের মধ্য দিয়ে পর্দা উঠেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে অনেকেটাই বিপর্যয়ে পড়ে গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে জো রুটের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় স্কোর গড়ার পথে ইংল্যান্ড ক্রিকেট দল। 

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে একাই দলকে এগিয়ে নিচ্ছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। এই রিপোর্ট লেখা পর্যন্ত সাত উইকেট হারিয়ে ৪২ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ২৩৩ রান।

বিশ্বকাপের গত আসরের ফাইনালে খেলে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। কিউইদের হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার শিরোপার স্বাদ পায় ইংরেজরা। 

বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ব্রিটিশদের প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। 

প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪০ রান জমা করেন ইংলিশ দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। 

ব্যক্তিগত ১৪, ৩৩, ২৫ ও ১১ রান করে সাজঘরে ফিরেছেন ডেভিড মালান, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক ও মঈন আলি।

পঞ্চম উইকেটে অধিনায়ক জস বাটলারকে সঙ্গে নিয়ে ৭২ বলে ৭০ রানের জুটি গড়েন রুট। ৪২ বলে দুই চার আর ২ ছক্কায় ৪৩ রান করে দলীয় ১৮৮ রানে ফেরেন বাটলার।

এরপর রুটের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩৩ বলে ৩৩ রানের জুটি গড়ে ফেরেন লিয়াম লিভিংস্টোন। দলীয় ২২১ রানে তিনি আউট হন ২০ রান করে। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর