৬ অক্টোবর, ২০২৩ ১৬:৩৫

বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল খেলা, জানালেন হাথুরুসিংহে

অনলাইন ডেস্ক

বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল খেলা, জানালেন হাথুরুসিংহে

আগামীকাল শনিবার বিশ্বকাপের মিশনে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিশ্বকাপে দলের লক্ষ্যের কথা জানালেন টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

শুক্রবার দলের অনুশীলনের পর সংবাদ সম্মেলনে এই শ্রীলঙ্কান কোচ বলেছেন, ছেলেদের ওপর থেকে চাপ কমানো আমার কাজ। মানুষ স্বপ্ন দেখতে পারে, লক্ষ্য ঠিক করতে পারে, যে শব্দই ব্যবহার করুন না কেন এটা একই জিনিস। ভালো বিশ্বকাপ কাটানো, ম্যাচ জেতা আমার লক্ষ্য। আমাদের লক্ষ্য সেমিফাইনালে খেলা। এটা স্বপ্নও হতে পারে, লক্ষ্যও হতে পারে। এতে কোনো ফারাক পড়ে না।

ওয়ানডে সুপার লিগে ২৪ ম্যাচে ১৫ জয় নিয়ে ১৪ দলের মধ্যে তিন নম্বরে ছিল বাংলাদেশ। এশিয়া কাপের পর দেওয়া ওই সাক্ষাৎকারেও হাথুরুসিংহে বলেছিলেন সেমিফাইনালে খেলার লক্ষ্যের কথা।

তিনি বলেন, আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। তবে আপনি যেহেতু বাস্তবিক সুযোগের কথা জিজ্ঞেস করেছেন, যদি চার-পাঁচটা ম্যাচ জিতি তাহলে সেমিফাইনালে খেলার বা নক-আউট পর্বে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করতে পারব। এটা আমাদের প্রথম লক্ষ্য। এটি করার জন্য আমাদের যথেষ্ট ভালো দল আছে। প্রথমে আমাদের সেমি-ফাইনালে যেতে হবে।

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর