৬ অক্টোবর, ২০২৩ ১৮:০৮

নেদারল্যান্ডসকে ২৮৭ রানের টার্গেট দিল পাকিস্তান

অনলাইন ডেস্ক

নেদারল্যান্ডসকে ২৮৭ রানের টার্গেট দিল পাকিস্তান

অপেক্ষাকৃত কম শক্তির দল নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। তবে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পরে বাবর আজমের দল। কিন্তু মিডল ও লোয়ার অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত ডাচদের ২৮৭ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান।

তবে ডাচদের বিপক্ষে অলআউট হওয়ার লজ্জা  এড়াতে পারেননি বাবরা। 

ওপেনার ফাখর জামান ১৫ বলে ১২ রান করে ফেরেন সাজঘরে। ইমাম-উল-হক ১৯ বলে করেন ১৫ রান। আর খোদ অধিনায়ক বাবর করতে পেরেছেন মাত্র ৫ রান, খেলেছেন ১৮ বল।

তবে মোহাম্মদ রিজওয়ান-সউদ শাকিলের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ১১৪ বলে ১২০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তারা। এরপর ইফতেখার আহমেদ ব্যর্থ হলেও লোয়ার অর্ডারে হাল ধরেন মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান। ৭০ বলে ৬৪ রানের জুটি গড়েন তারা।

ডাচদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাস ডি লিড। এই পেসারের শিকার চার উইকেট।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর