৬ অক্টোবর, ২০২৩ ২০:২৫

টাইগারদের হারাতে চায় আফগানরা

অনলাইন ডেস্ক

টাইগারদের হারাতে চায় আফগানরা

এশিয়া কাপের গ্রুপ পর্বেরে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান ক্রিকেট দল। তবে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসে ঘুড়ে দাঁড়াতে চায় আফগানরা।

আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি বলেছেন, ‘আমরা একে অপরের বিপক্ষে অনেক খেলেছি। কখনও আমরা জিতেছি, কখনও তারা (বাংলাদেশ)। এশিয়া কাপে সবশেষ ম্যাচে তারা আমাদের হারিয়েছে। তবে আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের মধ্যে আলোচনা হয়েছে। নিজেদের প্রস্তুত করেছি। তাদের খুব ভালোভাবে চিনি। তো আমরা সেভাবেই খেলব এবং দল হিসেবে সেরাটা দিয়ে তাদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।’

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।   

সব মিলিয়ে দুই দলের ১৫ সাক্ষাতে বাংলাদেশের জয় ৯টিতে। আফগানিস্তান জিতেছে বাকি ৬টি।

এশিয়া কাপের হার থেকে শিক্ষা নিয়েই আফগান অধিনায়ক সামনে এগোতে চান। তিনি বলেছেন,‘আমাদের শক্তি কোনটা, তাদের দুর্বলতা কোনটা। সবশেষ ম্যাচে যা হয়েছে, আমাদের সেখান থেকে শিক্ষা নিতে হবে। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। তো আমরা তাদের থেকে শিখব এবং আগামীকাল সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব। আমরা ইতিবাচক থাকার চেষ্টা করব।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর