৭ অক্টোবর, ২০২৩ ১৮:৩৩

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মার্করামের

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মার্করামের

সেঞ্চুরির পর এইডেন মার্করাম

বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন এইডেন মার্করাম। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তিনি এই রেকর্ড গড়েন। 

এই  দক্ষিণ আফ্রিকার ব্যাটার ৪৯ বলে পৌঁছে গেছেন সেঞ্চুরির মাইলফলকে। 

সেঞ্চুরির পর অবশ্য ইনিংস বড় করা হয়নি মার্করামের। ৫৩ বলে ১০৬ রান করে দিলশান মাদুশাঙ্কার বলে আউট হয়েছেন তিনি।  

এর আগে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও'ব্রায়েন। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। ২০১৫ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ বলে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল এই তালিকায় তিন নম্বরে আছেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর