৭ অক্টোবর, ২০২৩ ২১:০৪

ভেট্টোরিকে পেছনে ফেললেন সাকিব

অনলাইন ডেস্ক

ভেট্টোরিকে পেছনে ফেললেন সাকিব

kool-shakib-al-hasan

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮ ওভার বল করে মাত্র ৩০ রান খরচায় ৩ উইকেট নেন সাকিব আল হাসান। ওয়ানডে বিশ্বকাপে এ নিয়ে ৩০ ম্যাচে তার শিকার ৩৭ উইকেট। আগের চার বিশ্বকাপে তার ঝুলিতে ছিল ৩৪ উইকেট।

ভারতের ধর্মশালায় শনিবার ওই ৩ উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে গেলেন নিউজিল্যান্ডের স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে। আর নাম লিখিয়েছেন বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ স্পিন উইকেট শিকারি হিসেবে। 

২২ ম্যাচে ৪০ উইকেট নিয়ে এ তালিকার দুইয়ে আছেন ইমরান তাহির। শীর্ষে থাকা মুত্তিয়া মুরালিধরনের শিকার ৪০ ম্যাচে ৬৮ উইকেট। তাহির ও মুরালিধরন দুজনই অবসরে।

আর ৪ উইকেট নিলেই তাই তাহিরকে ছাড়িয়ে যাবেন সাকিব। তবে এ বিশ্বকাপে মুরালিকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব সাকিবের জন্য।

বর্তমানে ক্রিকেট খেলছেন এমন স্পিনারদের তালিকায় অবশ্য শীর্ষে সাকিব। আর সবমিলিয়ে আছেন তিনে। তার ওপরে থাকা দুজনই পেসার। ১৮ ম্যাচে ৪৯ উইকেট নিয়ে যেখানে শীর্ষে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ২০ ম্যাচে ৪০ উইকেট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। এদিকে বিশ্বকাপ ইতিহাসে ৩৯ ম্যাচে ৭১ উইকেট নিয়ে সবার শীর্ষে আছেন অজি কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ  

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর