৯ অক্টোবর, ২০২৩ ১৭:২৬

যে কারণে বাংলাদেশকে হুমকি মনে করছে না ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

যে কারণে বাংলাদেশকে হুমকি মনে করছে না ইংল্যান্ড

বিশ্ব আসরে ইংল্যান্ডের সাথে তিন বারের দেখায় দু'টিতেই জিতেছে টাইগররা। তবে ধর্মশালায় বাংলাদেশের মুখোমুখি হওয়ার পুরনো খতিয়ান নিয়ে ভাবছেন না ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করা ইংল্যান্ড অবশ্য বাংলাদেশকেও কঠিন প্রতিপক্ষ মানছে।

আগামীকাল ধর্মশালায় মাঠে নামছে বাংলাদেশ-ইংল্যান্ড। সেই ম্যাচ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ইংল্যান্ড অধিনায়ক বাটলার।  

বাংলাদেশ কী ইংল্যান্ডের জন্য হুমকি হতে এমন প্রশ্নে জবাবে বাটলার সাফ বলে দিয়েছেন, না। তার মতে, ইংল্যান্ড বাংলাদেশের বিপক্ষে বেশ ভালো কিছু খেলেছে। তিনি অবশ্য বলেছেন, বাংলাদেশ ভালো দল। বাটলারের ভাষায়, ‌‌‘আমরা যাদের বিপক্ষে খেলি, সবাইকে সম্মান করি। আর বিশ্বকাপে তো কঠিন প্রতিপক্ষই প্রত্যাশা করতে হবে।’

আফগানিস্তানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা টাইগাররা আছে অনেকটা ফুরফুরে মেজাজে।

বিডি প্রতিদিন/নাজমুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর