১০ অক্টোবর, ২০২৩ ১৯:০০

ইংলিশ পরীক্ষায় পাস করতে পারল না টাইগাররা, হারল ১৩৭ রানে

অনলাইন ডেস্ক

ইংলিশ পরীক্ষায় পাস করতে পারল না টাইগাররা, হারল ১৩৭ রানে

ইংলিশ পরীক্ষায় টাইগাররা শেষ পর্যন্ত পাস করতে পারলো না। জস বাটলারের দলের কাছে সাকিব আল হাসানের বাহিনী হেরেছে ১৩৭ রানের বড় ব্যবধানে।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টপ অর্ডার ধসে পড়ে। রিস টপলির বলে কূলকিনারা করতে পারেননি তানজিদ হাসান, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান। মেহেদী হাসান মিরাজকে ফেরান ক্রিস ওকস। 

তবুও এক প্রান্ত আগলে ছিলেন লিটন কুমার দাস। তাকে যোগ্য সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিলেন মুশফিক। তবে ৭৬ রানে ওকসের বলে লিটন সাজঘরে ফিরলে চূড়ান্ত বিপর্যয় নামে টাইগার শিবিরে।  মুশফিক-লিটনের ৭২ রানের জুটিই বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন আজকের ম্যাচে।

লিটনের বিদায়ের পর খানিকটা লড়াই করে সাজ টপলির শিকার হয়ে ৫১ রানে সাজঘরে ফেরেন মুশফিক। এরপর তাওহিদ হৃদয় খানিকটা লড়াইয়ের চেষ্টা করেন। তবে তাকেও থামতে হয়েছে ৩৯ রানে লিয়াম লিভিংস্টোনের শিকার হয়ে। 

সবমিলিয়ে ৪৮.২ বলে ২২৭ রানে অলাউট হয়েছে সাকিবের দল। ইংলিশদের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন রিস টপলি। টস হেরে ব্যাট করতে নেমে টাইগারদের ৯ উইকেট হারিয়ে ৩৬৫ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড।

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর