১২ অক্টোবর, ২০২৩ ২৩:২৩

বিশ্বকাপ: পয়েন্ট টেবিলের শীর্ষে প্রোটিয়ারা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ: পয়েন্ট টেবিলের শীর্ষে প্রোটিয়ারা

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ের ধারা অস্ট্রেলিয়ার বিপক্ষেও অব্যাহত রাখলো দক্ষিণ আফ্রিকা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তারা হারালো ১৩৪ রানের ব্যবধানে। আর তাতেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল প্রোটিয়ারা।

লক্ষ্ণৌর ইকানা ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা এদিন আগে ব্যাট করে কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩১১ রান সংগ্রহ করে। জবাবে ৪০.৫ ওভারে ১৭৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

রান তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি অজিরা। ৭০ রান তুলতেই তারা হারিয়ে বসে ৬ উইকেট। মিচেল মার্শ (৭), ডেভিড ওয়ার্নার (১৩), স্টিভেন স্মিথ (১৯), জশ ইংলিস (৫), গ্লেন ম্যাক্সওয়েল (৩) ও মার্কাস স্টয়েনিস (৫) সাজঘরে ফেরেন কাগিসু রাবাদা, মার্কো জানসেন, কেশব মহারাজ ও লুঙ্গি এনগিদির শিকার হয়ে। একমাত্র লড়াই করেন মার্নাস ল্যাবুশেন। তিনি ৩ চারে সর্বোচ্চ ৪৬ রান করেন। শেষদিকে মিচেল স্টার্ক ৩ চারে ২৭ ও প্যাট কামিন্স ৪ চারে ২২ রান করে ব্যবধান কমান।

বল হাতে দক্ষিণ আফ্রিকার কাগিসু রাবাদা ৮ ওভারে ১ মেডেনসহ ৩৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন জানসেন, মহারাজ ও শামসি।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ও ডি কক। ১০৬ বল খেলে ৮টি চার ও ৫ ছক্কায় ১০৯ রান করে বিদায় নেন ডি কক। শেষদিকে হেনরিক ক্লাসেনের ২৯, মার্কো জানসেনের ২৬ ও ডেভিড মিলারের ১৭ রানের ইনিংসে ভর করে ৩১১ রানের পুঁজি পায় প্রোটিয়ারা।

বল হাতে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন জশ হ্যাজলেউড, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর