১৩ অক্টোবর, ২০২৩ ১৮:৫৬

বাবর বললেন, ম্যাচের চেয়ে টিকেটের ওপরই চাপ বেশি!

অনলাইন ডেস্ক

বাবর বললেন, ম্যাচের চেয়ে টিকেটের ওপরই চাপ বেশি!

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ মানে অন্যরকম উত্তেজনা। আহমেদাবাদেও তাই হৈহৈ রব। ম্যাচের টিকেট না পেয়ে অনেকেই হাহাকার করছেন। পাকিস্তানের একনিষ্ঠ ভক্ত বশির চাচাকেও একটা টিকিটের জন্য প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। শোনা গেছে, হোটেলের রুম না পেয়ে অনেক ক্রিকেট ভক্ত নাকি রোগী সেজে হাসপাতালের বিছানাতেও আশ্রয় নিয়েছেন!

শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও তাই রসিকতা করতে ছাড়লেন না। বাবর বলেছেন, ম্যাচের চেয়ে ম্যাচের টিকেটের ওপরই চাপ বেশি।

বাবর বলেছেন, এখানে ম্যাচের চেয়ে ম্যাচ টিকেটের চাপই বেশি।

বাবর আরো বলেছেন, ‌‘এটা আমাদের জন্য কোনো চাপ নয়। আমার একে অপরের বিপক্ষে বহুবার খেলেছি। হায়দ্রাবাদে আমরা বেশ সমর্থন পেয়েছি। আহমেদাবাদেও আশা করছি একই রকম সমর্থন পাবো। আমরা দল হিসেবে ব্যাট বলে কতোটা ভালো করতে পারবো সেটাই বড় ব্যাপার।’

ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান কখনো ভারতকে হারাতে পারেনি। সে বিষয়ে বাবর বলেন, ‘আমি মনে করি অতীতে কি ঘটেছিল তা গুরত্বপূর্ণ নয়। আমরা বর্তমানে বাঁচতে চাই। আমি মনে করি আমরা ভালো করতে পারব। ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা বেশি। সেখানে প্রচুর দর্শক আসেন। আমার মনে হয় আমরা দর্শকদের সামনে ভালো কিছু করতে পারবো।

 

সূত্র: এনডিটিভি

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর