১৩ অক্টোবর, ২০২৩ ২০:৫৩

ভারতের বিপক্ষে নতুন স্পিনার চান আমির

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে নতুন স্পিনার চান আমির

আহমেদাবাদে আগামীকাল মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ম্যাচটিকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে দুই দলই। দারুণ উত্তেজনায় ভাসছে আহমেদাবাদ শহরও। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জয় নিয়ে নিজেদের তৃতীয় লড়াইয়ে নামবেন বাবর আজম ও রোহিত শর্মারা। তবে বোলিং নিয়ে বড় দুশ্চিন্তায় আছে পাকিস্তান। তাই তো একাদশে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন দলের বাইরে থাকা পেসার মোহাম্মদ আমির।

আমির তার মূল অসন্তুষ্টির কথা জানিয়েছেন মাঝের ওভার নিয়ে। এ কারণেই তিনি একজন বাড়তি লেগ-স্পিনার খেলানোর কথা বলেছেন পাকিস্তানের একটি টেলিভিশনে, ‘আমি এটা বলব না যে কাকে দল থেকে বাদ দেওয়া হবে। কিন্তু আমি দলে উসামা মিরকে ঢোকানোর চেষ্টা করব। মাঝের ওভারে উইকেট দরকার আপনার। সে ছন্দে আছে এবং উইকেট পাওয়া বোলার। সে কিছুটা ব্যাটিংও জানে।’

তবে আমির যখন এই দাবি তুলেছেন— তখন দলে ইতোমধ্যে আরেক লেগ-স্পিনার ও সহ-অধিনায়ক শাদাব খান আছেনই। ভারতের উইকেটে তাকে সেভাবে আলো ছড়াতে দেখা যাচ্ছে না। ফলে আমির শাদাবের নাম না বললেও উসামাকে একাদশে রাখতে হলে বাদ দিতে হবে অভিজ্ঞ লেগ-স্পিনারকে। কারণ, এক ম্যাচে পাকিস্তান নিশ্চয়ই দুজন লেগ-স্পিনার খেলাবে না।

এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও উসামা মিরের পক্ষে কথা বলেছেন। আমির কাউকে বাদ দেওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও আফ্রিদি এটা লুকিয়ে রাখেননি। শাদাবকে বাদ দিয়ে উসামাকে নেওয়ার পক্ষে কথা বলেছেন আফ্রিদি, ‘দু'জনের বোলিংয়ে বড় পার্থক্য আছে। শরীরী ভাষায়ও উসামা অনেক ভালো। শাদাব কিছু রান করতে অভ্যস্ত। কিন্তু এই মুহূর্তে এটা বিষয় নয়। তাদের দু'জনের ব্যাটিংয়ে খুব একটা পার্থক্য নেই।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর