১৪ অক্টোবর, ২০২৩ ০৮:২৯

পরের ‘৬’ ম্যাচেই জিততে পারি: মুস্তাফিজ

অনলাইন ডেস্ক

পরের ‘৬’ ম্যাচেই জিততে পারি: মুস্তাফিজ

আবারও ব্যর্থ ওপেনিং জুটি। আবারও ব্যর্থ ওপরের সারির ব্যাটিং অর্ডার। বিশ্বকাপের তৃতীয় ম্যাচে এসে দ্বিতীয় পরাজয় টাইগারদের। সাম্প্রতিক সময়ে নিজেদের চেনা প্রতিপক্ষ নিউজিল্যান্ডের কাছে সাকিব-শান্তরা হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। 

এর আগে ইংল্যান্ডের বিপক্ষেও ১৩৭ রানের বড় হার দেখেছিল সাকিব আল হাসানের দল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচ শেষে মুস্তাফিজ বলেন, ‘এখন অসম্ভব কিছু নয়। আমরা তো ছয়টা ছয়টাই জিততে পারি। ফলে বেশি আফসোস করলে হবে না। হাতে এখনও আমাদের ছয়টা ম্যাচ আছে।’

তবে মুখে জেতার কথা বললেও, আদতে মাঠের খেলায় নেই এর প্রভাব। শেষ দুই ম্যাচে ব্যর্থ হয়েছে দলের সব পরিকল্পনা। কী ব্যাটিং, কী বোলিং সবখানেই হতাশা। এমন অবস্থায় দলের ভেতর কি ধরণের আলাপ হচ্ছে তাও জানতে চাওয়া হয়েছিল ফিজের কাছে। উত্তরে তিনি বলেন, ‘আমরা হলো ভালো করার উপায় খুঁজছি। নিজেরা কথাবার্তা বলছিলাম কী করলে ভালো কিছু হবে।’

পেসারদের নিয়ে বড় প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি। উইকেট পাচ্ছেন না তারা। অবশ্য মুস্তাফিজ দাবি করেন শুরুটা ভাল ছিল তাদের, ‘আমরা পেসাররা শুরুটা ভালো করেছিলাম। আমাদের যদি আরও ৩০ রান বেশি হতো তাহলে আরও সুযোগ থাকতো। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলতো। অন্তত ২৮০ এর মতো হলে ভালো কিছু হতো।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর