১৪ অক্টোবর, ২০২৩ ১৬:০৫

চোটে ফের ছিটকে গেলেন উইলিয়ামসন

অনলাইন ডেস্ক

চোটে ফের ছিটকে গেলেন উইলিয়ামসন

প্রায় সাত মাস পর চোট কাটিয়ে মাঠে ফিরেই আবারও ছিটকে গেলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে মাঠে ফিরে দারুণ একটা ইনিংস খেলে শেষের দিকে চোটে পড়েন কিউই অধিনায়ক। ১০৭ বলে ৭৮ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। 

জানা গেছে, বিশ্বকাপে আরো কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না উইলিয়ামসন। 

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আজ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উইলিয়ামসনের আঙুলে চিড় ধরা পড়েছে। তবে মাঠে ফিরতে তার কতোদিন লাগবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। 

তবে আগামী মাসে প্রথম পর্বের শেষ দিকের ম্যাচগুলোতে উইলিয়ামসনের ফেরার আশা করছে তারা। অধিনায়কের বিকল্প হিসেবে টম ব্লান্ডেলকে নিউজিল্যান্ড থেকে উড়িয়ে আনা হচ্ছে। তবে তাকে আপাতত আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে যুক্ত করা হবে না।

গত মার্চে আইপিএলের সময় লিগামেন্টের চোট পান উইলিয়ামসন। এরপর প্রায় সাত মাস মাঠের বাইরে ছিলেন উইলিয়ামসন। চেন্নাইয়ে শুক্রবার 

বাংলাদেশের বিপক্ষে খেলার সময় ৩৮তম ওভারে মিড অফ থেকে নাজমুল হোসেন শান্তর একটি থ্রো সরাসরি উইলিয়ামসনের বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে লাগে। 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর