১৪ অক্টোবর, ২০২৩ ১৮:২৫

চোটের পর পর্যবেক্ষণে সাকিব, ভারতের বিপক্ষে খেলবেন কী?

অনলাইন ডেস্ক

চোটের পর পর্যবেক্ষণে সাকিব, ভারতের বিপক্ষে খেলবেন কী? kool-shakib-al-hasan

নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে চোটে পড়েন সাকিব আল হাসান। এবার জানা গেছে, বাম ঊরুর এই চোটের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ককে আগামী কয়েক দিন বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। 

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাকিবের চোটের গতিবিধি পর্যালোচনা করে পরবর্তীন সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। 

কিউইদের বিপক্ষে ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে ঊরুর চোটে পড়েন সাকিব। কিন্তু চোট সামলে ব্যাটিং চালিয়ে গেছেন টাইগার কাপ্তান।

নিজের বোলিং কোটা শেষ করে চোটজনিত কারণেই মাঠ ছাড়েন সাকিব। স্ক্যান করানোর জন্য সাকিবকে হাসপাতালেও নেওয়া হয়েছিল।

১৯ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে টাইগাররা। সেই হিসেবে ওই ম্যাচের আগে পাঁচ দিন সময় পাবেন এই অলরাউন্ডার। টিম ম্যানেজমেন্টর প্রত্যাশা এরই মধ্যে সেরে উঠবেন সাকিব। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর